নারী ফুটবলে প্রথমবারের মতো লাওসের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০। প্রথম সাক্ষাতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। লাওসকে লাওসের ঘরের মাঠে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করায় খুশি বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।
নারী এশিয়ান কাপ
নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়লেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এই ইংলিশ কোচ জানান, ‘এটি খুবই কঠিন গ্রুপ। তবে আমি সামনের দিকেই তাকাতে চাই।’ বর্তমান বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। দল ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দূর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশ শোক পালন করা হচ্ছে। শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও।